অ্যাপল নিয়ে এলো নতুন স্টাইলিশ আইফোন, অ্যাপল ওয়াচ ও এয়ারপডস প্রো-৩
গেলো রাতে যুক্তরাষ্ট্রে অ্যাপলের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে টিম কুক নতুন পণ্যের ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে বড়সড় ইভেন্টের আয়োজন করে অ্যাপল। সেই অনুষ্ঠান লাইভ সম্প্রচার করা হয়, ফলে সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীরা সেই অনুষ্ঠান সরাসরি দেখেছেন। নতুন ডিভাইসগুলোর মধ্যে আইফোন এয়ার, অ্যাপল ওয়াচ সিরিজ ১১, এসই ৩, আল্ট্রা ৩ এবং এয়ারপডস প্রো ৩ উল্লেখযোগ্য।