গ্যাজেট থেকে ইস্পাত: চীনের এআই বাজার রমরমা
বিশ্বের ইলেকট্রনিকস মার্কেটগুলো একটি শেনজেনের হুয়াছিয়াংবেই। এআই গ্যাজেটে মুখর এই মার্কেট। অনুবাদ যন্ত্র, স্মার্ট মাউস, এআই চশমা থেকে শুরু করে খেলনা- সবখানেই এআইয়ের ছোঁয়া। চীনা প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআই-নির্ভর ইলেকট্রনিক্স এখন শিল্পখাতের নতুন প্রবৃদ্ধির দিগন্ত। আবার চীনের ইস্পাতশিল্পেও নতুন প্রাণসঞ্চার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তি এই শিল্পের উৎপাদনের গতি বাড়িয়েছে বহুগুণ।
শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৪:৫০