বৃহস্পতিবার; ১৫ জানুয়ারি ২০২৬; ১ মাঘ ১৪৩২

চিকিৎসা সংক্রান্ত সার্চে এআই ওভারভিউ আনলো গুগল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চিকিৎসা সংক্রান্ত সার্চে এআই ওভারভিউ আনলো গুগল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫০, ১৪ জানুয়ারি ২০২৬

গুগল তার এআই ওভারভিউ ফিচার চিকিৎসা সংক্রান্ত সার্চে চালু করেছে। এটি সার্চ রেজাল্টের উপরে সামারি আকারে দেখাবে। কিন্তু কিছু কোয়েরিতে ভুল এবং বিপজ্জনক তথ্য দেওয়ায় গুগল সেগুলো সরিয়ে নিয়েছে। উদাহরণস্বরূপ, প্যানক্রিয়াটিক ক্যান্সারে হাই-ফ্যাট ফুড এড়ানোর ভুল পরামর্শ দেওয়া হয়েছে। এটি রোগীর জীবন ঝুঁকিতে ফেলতে পারে। লিভার ফাংশন টেস্টের ভুল তথ্যও দেওয়া হয়েছে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, দ্য গার্ডিয়ানের ইনভেস্টিগেশনের পর গুগল কিছু মেডিকেল কোয়েরিতে এআই ওভারভিউ ডিজেবল করেছে। বিশেষজ্ঞরা এগুলোকে অ্যালার্মিং এবং ডেঞ্জারাস বলেছেন। গুগলের মুখপাত্র বলেছেন, হেলথ টপিকে কোয়ালিটিতে অনেক ইনভেস্ট করা হয়। অধিকাংশ তথ্য সঠিক। কিন্তু কনটেক্সট মিস হলে ব্রড ইমপ্রুভমেন্ট করে। প্রয়োজনে পলিসি অনুসারে অ্যাকশন নেওয়া হয়।

তবে এসব ঘটনা এআই-এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যবহারকারীদের চিকিৎসা পরামর্শের জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে বলে মন্তব্য করেছে ভার্জ। গুগল এআই ওভারভিউয়ের মান উন্নয়নে কাজ করে যাছে।

এমএএইচ

শেয়ার করুনঃ