৭টি বিপজ্জনক যন্ত্র কখনোই এক্সটেনশন কর্ডে লাগাবেন না, কি কি?
একজন ইলেকট্রিশিয়ানের সতর্কবার্তা- ৭টি বিপজ্জনক যন্ত্র কখনোই এক্সটেনশন কর্ডে লাগাবেন না, এক্সটেনশন কর্ডে বড় যন্ত্র লাগানোর আগে দু’বার ভাবুন- কারণ এগুলোর জন্য সেটি তৈরি নয়। এয়ার কন্ডিশনার, স্পেস হিটারসহ শক্তিশালী যন্ত্র কখনোই এক্সটেনশন কর্ড, পাওয়ার স্ট্রিপ বা সার্জ প্রটেক্টরে লাগানো উচিত নয়।
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭