সোমবার; ২৭ অক্টোবর ২০২৫; ১১ কার্তিক ১৪৩২

বয়স্ক ব্যবহারকারীদের স্ক্যাম থেকে বাঁচাতে নুতন ফিচার আনলো মেটা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বয়স্ক ব্যবহারকারীদের স্ক্যাম থেকে বাঁচাতে নুতন ফিচার আনলো মেটা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৪০, ২২ অক্টোবর ২০২৫

ফেসবুক ও ইনস্টাগ্রামে বয়স্ক ব্যবহারকারীদের স্ক্যাম থেকে রক্ষা করতে নতুন ফিচার চালু করেছে মেটা। এই উদ্যোগে অ্যাপে সতর্কতা বার্তা এবং শিক্ষামূলক টিপস যুক্ত হয়েছে। ফিচারটি ৬০ বছরের উপরে ব্যক্তিদের লক্ষ্য করে তৈরি করা। ফেডারেল ট্রেড কমিশনের তথ্যমতে, ২০২৩ সালে এই বয়সের লোকেরা স্ক্যামে ৩.৪ বিলিয়ন ডলার হারিয়েছে। মেটা বলেছে, আমরা বয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফিচারগুলোর মধ্যে স্ক্যাম সতর্কতা পপ-আপ রয়েছে। এটি সন্দেহজনক ফ্রেন্ড রিকোয়েস্ট বা জরুরি অর্থের অনুরোধ দেখলে সতর্ক করে। অ্যাসেট প্রটেকশন অ্যালার্ট মেসেজ এবং লিংক বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ কাজ ব্লক করে। শিক্ষামূলক হাবে রোমান্স স্ক্যাম বা ইনভেস্টমেন্ট স্ক্যামের উদাহরণ রয়েছে। আপাতত নির্বাচিত কিছু এলাকায় পরীক্ষামূলক চালু হলেও খুব শিগগিরই ফিচারগুলো সব জায়গায় উন্মুক্ত করা হবে।

মেটা বয়স্কদের জন্য টিপস দিয়েছে। অপরিচিতের অনুরোধ যাচাই করুন। অজানা লিংকে ক্লিক করবেন না। জরুরি বার্তায় সতর্ক থাকুন। টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। সন্দেহজনক কনটেন্ট রিপোর্ট করুন। এই উদ্যোগ আর্পির সাথে অংশীদারিত্বে চালানো হয়েছে। পরীক্ষামূলক পর্যায়েই স্ক্যাম ২০ শতাংশ কমেছে বলে জানায় সংবাদমাধ্যমটি। মেটার সেফটি হেড গাই রোজেন বলেছেন, প্রযুক্তি এবং শিক্ষার সমন্বয়ে আমরা সুরক্ষিত পরিবেশ তৈরি করবো।

এমএএইচ

শেয়ার করুনঃ