পেপ্যাল চালুর বিষয়ে নতুন আশাবাদ, ঢাকা ঘুরে গেলো প্রতিনিধি দল
বাংলাদেশে বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক পেমেন্ট সেবা পেপ্যাল চালুর বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। পেপ্যালের প্রতিনিধি দলের সাথে সরকারের আইসিটি বিভাগ, ফ্রিল্যান্সার কমিউনিটি এবং বাক্কোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। গত সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।