.png)

দেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট গেটওয়ে চালুর দাবি
Published : ১৬:৩৫, ২৯ এপ্রিল ২০২৫
দেশে পেপ্যাল-সহ বিভিন্ন পেমেন্ট গেটওয়ে চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি। মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে কমিউনিটি। সংগঠনটি বিভিন্ন পেমেন্ট গেটওয়ে চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইসিটিবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু না হওয়ায় গ্রাহকদের কাছ থেকে পারিশ্রমিক পেতে সমস্যায় পড়ছেন ফ্রিল্যান্সাররা। অনেক গ্রাহক পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে ফ্রিল্যান্সারদের কাজ দেয় না বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সার এমরাজিনা ইসলাম বলেন, দেশের বিভিন্ন এলাকার ফ্রিল্যান্সাররা গেটওয়ে সমস্যার কারণে বেশি কাজ করতে পারছেন না। ফ্রিল্যান্সার আবদুল্লাহ আল মামুন বলেন, এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে আইটি ফ্রিল্যান্সাররা কাজ করছেন। এখনও নানা জটিলতায় দেশে পেপ্যালের মতো আন্তর্জাতিক গেটওয়ে চালু হচ্ছে না।
আরও বক্তব্য দেন আতিকুর রহমান, সাজিদ ইসলাম ও আতাউর রহমান। স্মারকলিপি পড়ে শোনান এমরাজিনা ইসলাম।
পটুয়াখালী থেকে আসা ফ্রিল্যান্সার এইচ এম আথির আল আজাদ জানান তিনি ২০১৭ সাল থেকে ফ্রিল্যান্সিং করছেন। এখনও পেমেন্টবিষয়ক বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।
এমএএইচ