ফোনের নাম ‘নাথিং’, কিন্তু ফোনটি আসলেই অনেক কিছু
ফোনের নাম ‘নাথিং’। এই ‘কিছুই না’ নামের অর্থ বহনকারী ফোনটি আসলেই অনেক কিছু। ডিজাইন, লুক মন কাড়বে যে কারও। নাথিং তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছে, নাথিং-৩ ফোনটি জুলাই মাসে কোনও সময় বাজারে আসবে। নাথিং বলছে, এটি তাদের প্রথম প্রিমিয়াম ফোন। এটি কোয়ালকমের সর্বশেষ ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন ৮ এলিট দিয়ে চলবে।
শনিবার, ৩১ মে ২০২৫, ১০:৫৯