.png)

নকল বা কপি কনটেন্টের রিচ কমালো ফেসবুক
Published : ১৫:২৮, ১৫ জুলাই ২০২৫
ফেসবুক নকল কনটেন্টের বিস্তার ঠেকাতে নতুন অ্যালগরিদম আপডেট নিয়ে এসেছে। ফেসবুকের মূল কোম্পানি মেটা বলছে, যে কনটেন্ট অন্যের কাজ চুরি করে তৈরি করা বা অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে- তার রিচ কমানো হবে। এই পদক্ষেপ ইউটিউবের নতুন নীতির সঙ্গে মিলে যায়, যেখানে ম্যাস-প্রডিউসড ও নকল কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়া টুডে’র তথ্যানুসারে, নকল কনটেন্ট বলতে এমন পোস্ট, যা মূল নির্মাতার ক্রেডিট না দিয়ে বারবার পোস্ট করা হয়। তবে, নিজের মন্তব্য বা সংযোজন দিয়ে ট্রেন্ডে অংশ নেওয়া কনটেন্ট এর আওতায় পড়বে না। এই নীতি মূল ক্রিয়েটরকে প্রমোট করবে আর স্প্যাম কমাবে। এআই টুল দিয়ে নকল কনটেন্ট ধরা হবে, তবে এর নির্ভুলতা নিয়ে কিছু প্রশ্ন আছে।
মেটা আরও একটা ড্যাশবোর্ড চালু করেছে, যা ক্রিয়েটরদের রিচ ও মনিটাইজেশন সমস্যা ধরতে সাহায্য করবে। এতে প্ল্যাটফর্মের মান বাড়বে বলে মনে করা হচ্ছে।
এমএএইচ