বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

বিজনেস পেজে লিংক পোস্ট শেয়ার সীমিত করছে মেটা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিজনেস পেজে লিংক পোস্ট শেয়ার সীমিত করছে মেটা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ০০:৩৯, ২০ ডিসেম্বর ২০২৫

মেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজনেস পেজ থেকে লিংক পোস্ট শেয়ার করার সুবিধা সীমিত করার পরিকল্পনা করছে। এই পরিবর্তন বিজনেস অ্যাকাউন্টগুলোকে প্রভাবিত করবে। ধারণা করা হচ্ছে, এতে লিংক পোস্টগুলোর রিচ কমে যাবে। মেটা বলেছে, এটি প্ল্যাটফর্মে অরিজিনাল কনটেন্ট বাড়াতে সাহায্য করবে। বিজনেসগুলোকে অর্গানিক রিচের পরিবর্তে পেইড প্রমোশনের পর নির্ভর করতে হবে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেটার একজন মুখপাত্র বলেছেন, আমরা বিজনেস পেজ থেকে লিংক শেয়ােরর নিয়ম পর্যালোচনা করছি। এর লক্ষ্য হলো প্ল্যাটফর্মে মানসম্পন্ন কনটেন্ট প্রমোট করা।

এই পরিবর্তন ধাপে ধাপে চালু হবে। প্রথমে নির্বাচিত বিজনেস অ্যাকাউন্টে পরীক্ষা করা হবে। লিংক পোস্টগুলোর অ্যালগরিদম প্রায়োরিটি কমবে। এটি বিজনেসগুলোকে ইমেজ, ভিডিও বা টেক্সট পোস্টের দিকে ঠেলে দেবে।

এই সিদ্ধান্ত বিজনেসদের মার্কেটিং কৌশলগত পরিবর্তন করতে বাধ্য করবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। ফলে অর্গানিক ট্রাফিক কমবে। পেইড বিজ্ঞাপনের উপর নির্ভরতা বাড়বে। মেটা তার প্ল্যাটফর্মের কন্টেন্টের মান উন্নত করতে চায়। এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করবে বলে আশা করা যাচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ