বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

ক্রিয়েটরদের জন্য কনটেন্ট প্রটেকশন ফিচার চালু করলো ফেসবুক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ক্রিয়েটরদের জন্য কনটেন্ট প্রটেকশন ফিচার চালু করলো ফেসবুক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৮, ১৮ নভেম্বর ২০২৫

মেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে ক্রিয়েটরদের জন্য নতুন কনটেন্ট প্রটেকশন ফিচার চালু করেছে। এই ফিচারটি কপি করা কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে। সেইসঙ্গে এটি রিমুভ করতেও সাহায্য করবে। ক্রিয়েটররা তাদের অরিজিনাল ভিডিও এবং ছবির জন্য প্রটেকশন রিকোয়েস্ট করতে পারবেন। ফিচারটি প্রফেশনাল মোড এবং ক্রিয়েটর অ্যাকাউন্টে কাজ করবে। ফিচারটি রিলস, পোস্ট এবং স্টোরিজ ইত্যাদি কাভার করে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ক্রিয়েটররা কনটেন্ট লাইব্রেরি থেকে তাদের কাজ রেজিস্টার করতে পারবেন। সিস্টেমটি পুরো প্ল্যাটফর্মে একই রকম কনটেন্ট খুঁজবে। মিললে স্বয়ংক্রিয়ভাবে টেকডাউন রিকোয়েস্ট পাঠাবে।

মেটার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর অ্যাশলি পেরেজ বলেছেন, আমরা ক্রিয়েটরদের কনটেন্ট চুরির বিরুদ্ধে শক্তিশালী টুল দিচ্ছি। ফিচারটি প্রথমে নির্বাচিত ক্রিয়েটরদের জন্য চালু হয়েছে। ২০২৬-এর শুরুতে সবাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

এই ফিচার ক্রিয়েটরদের আয় এবং মনিটাইজেশন রক্ষা করবে এবং কনটেন্ট চুরি কমবে। ফলে প্ল্যাটফর্মে অথেনটিক কাজ বাড়বে। মেটা বলেছে, এটি ইউটিউবের কনটেন্ট আইডি সিস্টেমের মতো কাজ করবে। ক্রিয়েটররা এখন নিজেদের কাজের ওপর বেশি নিয়ন্ত্রণ পাবেন বলে মন্তব্য করেছে‌ সংবাদমাধ্যমটি।

এমএএইচ

শেয়ার করুনঃ