মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

রিলসে অ্যালগরিদম কন্ট্রোল চালু করলো মেটা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রিলসে অ্যালগরিদম কন্ট্রোল চালু করলো মেটা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৪৭, ১১ ডিসেম্বর ২০২৫

মেটা ইনস্টাগ্রামে "ইয়োরঅ্যালগরিদম" নামে নতুন ফিচার চালু করেছে। এটি রিলস ফিডের অ্যালগরিদমকে নিয়ন্ত্রণ করতে দেবে। ব্যবহারকারীরা ফিডের উপরের ডানদিকে আইকনে ট্যাপ করে আগ্রহের টপিক যোগ বা সরাতে পারবেন। এই ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য আপাতত চালু হয়েছে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কোনও টপিক যোগ করলে সেই সম্পর্কিত ভিডিওর উদাহরণ দেখানো হয়। মেটার চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্স বলেছেন, আজ আমরা রিলসে 'ইয়োর অ্যালগরিদম' টুল লঞ্চ করছি মার্কিন যুক্তরাষ্ট্রে। গিগগিরই এটি সব ইংরেজি ভাষার লোকজনের জন্য ছড়িয়ে পড়বে। এটি নিয়ন্ত্রণযোগ্য অভিজ্ঞতার একটি বড় ধাপ। আমরা ব্যাকএন্ড টেকনোলজিতে কাজ করেছি। এটি আপনার নির্দিষ্ট আগ্রহের দিকে সাজেশন নিয়ে যেতে শক্তিশালী ভূমিকা পালন করবে।

ব্যবহারকারীরা তাদের অ্যালগরিদম আগ্রহ স্টোরিতে শেয়ার করতে পারবেন। এই ফিচার ব্যবহারকারীদের ফিডের নিয়ন্ত্রণ বাড়াবে। এটি রিলসের এনগেজমেন্ট উন্নত করবে। মেটা তার অ্যালগরিদমের স্বচ্ছতা দিন দিন বাড়াচ্ছে। এটি ইউজারদের পছন্দের সাথে মিলিয়ে কনটেন্ট দেখাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ