দেশে কি ক্রিকইনফো ব্লক করা হতে পারে?
Published : ১৪:২৮, ১৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশে অনলাইন জুয়া আইনত নিষিদ্ধ। অথচ জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ডটকমে প্রদর্শিত হচ্ছে জুয়ার বিজ্ঞাপন। তাই দেশে এই ওয়েবসাইট চালু রাখা উচিত কি না- এ নিয়ে আলোচনা তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব সোমবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন।
তৈয়্যব লিখেছেন, এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ইএসপিএন ক্রিকইনফো ডট কম। অনলাইন জুয়া এবং এর প্রচার- প্রচারণা বা বিজ্ঞাপন- সবকিছুই বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবসমাজ সর্বস্বান্ত হচ্ছে, আর দেশের সম্পদ পাচার হচ্ছে। আমরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকইনফো সাইটের বিজ্ঞাপন বিশ্লেষণ করেছি; সেখানে অনলাইন জুয়ার কোনও বিজ্ঞাপন নেই।
তিনি আরও জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ইতোমধ্যে ক্রিকইনফোকে ই-মেইল পাঠিয়েছে এবং পরবর্তী পর্যায়ে ডাকযোগে চিঠিও পাঠানো হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে এসব বিজ্ঞাপন থেকে আয়ের উপর বাংলাদেশ সরকারকে কোনও কর বা ভ্যাটও প্রদান করছে না। তাই জুয়ার বিজ্ঞাপন বন্ধ না হলে দেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
এ প্রসঙ্গে তিনি আরও জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি শিগগিরই এ বিষয়ে জনমত সংগ্রহ করবে।
বাংলাদেশের সংবিধানে বলা আছে গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে। জুয়া দমনে ব্রিটিশ আমলে প্রণীত ১৮৬৭ সালের আইন এখনও কার্যকর রয়েছে।
বর্তমান আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়াখেলার উদ্দেশ্যে কোনও পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি, পরিচালনা, অংশগ্রহণ বা বিজ্ঞাপনের মাধ্যমে উৎসাহ প্রদান করেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে। এর শাস্তি দুই বছর পর্যন্ত কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে।
এমএএইচ
















