গিনেস রেকর্ড গড়া অনার এক্স৯ডি স্মার্টফোন এলো দেশে
Published : ২৩:৫৫, ৪ জানুয়ারি ২০২৬
দেশের বাজারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন অনার এক্স৯ডি উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। রবিবার (৪ জানুয়ারি) গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্টে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
টেকসই গঠন ও শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সের জন্য অনার এক্স৯ডি ইতোমধ্যেই বিশ্বব্যাপী আলোচনায় এসেছে। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ফোনটি। পরীক্ষাকালে ৬ দশমিক ১৩৩ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলেও ফোনটি অক্ষত থাকে, যা এর শক্তিশালী ডিজাইন ও স্থায়িত্বের প্রমাণ। পানির নিচেও ফোনটি ভালো থাকে অর্থাৎ নষ্ট হয় না।
অনুষ্ঠানে জনপ্রিয় ক্রিকেটার সাইফ হাসানকে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। তরুণ স্মার্টফোনপ্রেমীদের মাঝে অনারের ব্র্যান্ড ভ্যালু ও আস্থা বাড়াতে অনার ও সাইফ হাসান একসাথে কাজ করবেন বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন-সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া অনারের ডিলার পার্টনার এবং শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ল্যাং গুও বলেন, “বিশ্বব্যাপী ও বাংলাদেশে অনার ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে। গত বছরে অনার বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ২০০ শতাংশ। এক্স সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার এক্স৯ডি দিয়ে আমরা বছরের শুরুটা ভালোভাবে করতে পেরেছি।”
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের অনার এক্স৯ডির দাম ৪৬ হাজার ৯৯৯ টাকা। এর ব্যাটারি সক্ষমতা ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ফোনটি অগ্রিম বুকিং দেওয়া যাবে।
টেকসই, নির্ভরযোগ্য ও আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য অনার এক্স৯ডি হতে পারে একটি আদর্শ পছন্দ।
এমএএইচ















