শাওমির নতুন স্মার্টফোনে ম্যানুয়াল জুম
Published : ০০:২৩, ২৭ ডিসেম্বর ২০২৫
শাওমির ১৭ আল্ট্রা লাইকা সংস্করণের স্মার্টফোন চীনের বাজারে উন্মোচিত হয়েছে। এর বিশেষ বৈশিষ্ট্য হলো, এতে ম্যানুয়াল জুম রিং সুবিধা দেওয়া হয়েছে। এটি প্রচলিত ক্যামেরার মতো জুম কন্ট্রোল করা যাবে। ফোনটি লাইকার সাথে পার্টনারশিপে তৈরি। ক্যামেরা সিস্টেমে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। টেলিফটো লেন্সে ম্যানুয়াল জুম রিং কাজ করে। ফোনটি আপাতত চীনের বাজারে ছাড়া হয়েছে।
এনগেজেটের প্রতিবেদন অনুযায়ী, জুম রিংটি ফোনের পাশে অবস্থিত। এটি ঘুরিয়ে জুম লেভেল নিয়ন্ত্রণ করা যায়। এটি লাইকা ভাইব্রেন্ট এবং অথেনটিক মোড সাপোর্ট করে। ফোনের ডিসপ্লে ৬.৭৩ ইঞ্চি। প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ এলিট। ব্যাটারি ৫৪০০ এমএএইচ। দাম শুরু ৬ হাজার ৪৯৯ ইয়েন থেকে শুরু।
এই ম্যানুয়াল জুম রিং ফটোগ্রাফি অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। পাশাপাশি ফোনটি প্রতিযোগিতামূলক বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছে এনগেজেট। ব্যবহারকারীরা প্রফেশনাল লেভেলের জুম কন্ট্রোল পাবেন।
এমএএইচ















