বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

স্যাটেলাইট ভয়েস কল সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৬ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্যাটেলাইট ভয়েস কল সুবিধা নিয়ে আসছে গ্যালাক্সি এস২৬

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৪৪, ২৮ ডিসেম্বর ২০২৫

স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজে স্যাটেলাইট ভয়েস কল ফিচার যোগ করতে পারে। ফিচারটি সেলুলার নেটওয়ার্ক না থাকলে স্যাটেলাইটের মাধ্যমে ভয়েস কল করার সুযোগ দেবে। জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য এই ফিচার যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিচারটি অ্যান্ড্রয়েড ১৬-এর সাথে সংযুক্ত করা হয়েছে। স্যামসাং এক্সিনোস মডেমের মাধ্যমে এটি সাপোর্ট করবে। গ্যালাক্সি এস২৬ সিরিজ ২০২৬ সালের শুরুতে উন্মোচিত হতে পারে।

জিএসএম অ্যারেনার প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচার গুগলের স্যাটেলাইট এসওএস-এর মতো কাজ করবে। এটি টেক্সট মেসেজের পর ভয়েস কল সাপোর্ট করবে। এ বিষয়ে স্যামসাং এবং গুগলের মধ্যে অংশীদারত্ব রয়েছে। আপাতত ফিচারটি নির্বাচিত অঞ্চলে চালু হবে।

এই স্যাটেলাইট কানেক্টিভিটি ফোনের ইউজ কেস বাড়াবে বলে ধারণা সংবাদমাধ্যমটির। এটি মূলত দূরবর্তী বা দুর্গম এলাকায় ব্যবহারকারীদের সাহায্য করবে। এস২৬ সিরিজের পাশাপাশি ফোল্ডেবল এবং ফ্ল্যাগশিপ লাইনআপেও এটি যুক্ত হতে পারে।

এমএএইচ

শেয়ার করুনঃ