এক এনআইডিতে ৫টির বেশি সিম নয়, বিটিআরসি এমন নির্দেশনা দেয়নি: এমটব
Published : ১৬:৪০, ৩০ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রতি সিম নিবন্ধনের সংখ্যা পাঁচটিতে সীমিত করা হচ্ছে- সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন এমটব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে এমটব।
এমটব বিজ্ঞপ্তিতে বলেছে, সাম্প্রতিক কিছু গণমাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এনআইডি প্রতি সিম নিবন্ধনের সংখ্যা ৫টিতে কমানোর তথ্য প্রকাশিত হচ্ছে। এই খবর সঠিক নয় ও বিভ্রান্তিমূলক। এ ধরনের ভুল তথ্য গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি হতে পারে।
আমরা মনে করি, গ্রাহক পর্যায়ে মোবাইলের অপব্যবহার, জালিয়াতি বা অপরাধ রোধে শুধু সিম সংখ্যা সীমিত করাই কার্যকর উপায় নয়। বরং যথাযথভাবে গ্রাহক পরিচিতি যাচাইকরণ, তাৎক্ষণিক (রিয়েল-টাইম) নজরদারি, তথ্য বিশ্লেষণ এবং উন্নত জালিয়াতি শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা অনেক বেশি কার্যকর। বৈধ ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের ওপর বাড়তি বিধিনিষেধ আরোপ করলে উল্টো তারা অনানুষ্ঠানিক বা অনিয়ন্ত্রিত চ্যানেলের দিকে ঝুঁকতে পারেন যা নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি করতে পারে।
টেলিযোগাযোগ খাত গ্রাহকের অধিকার ও পছন্দের স্বাধীনতা রক্ষার পাশাপাশি ব্যক্তি, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং প্রযুক্তিনির্ভর সেবার অগ্রযাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের টেকসই ডিজিটাল ও অর্থনৈতিক অগ্রগতির জন্য শিল্পটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে যেন এ সংক্রান্ত নীতিগুলো নিরাপত্তা, প্রবেশাধিকার, উদ্ভাবন এবং গ্রাহক অধিকারের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে পারে।
এমএএইচ















