বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

এনইআইআর বাস্তবায়নের প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এনইআইআর বাস্তবায়নের প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:৩১, ১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল চারটার কিছু পরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জানা গেছে, এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালায় একদল লোক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের বাইরে দুই দিকের রাস্তা থেকে ঢিল ছুড়ে ভাঙচুর করা হয়। এতে বিটিআরসি ভবনের সামনের কাচের দেয়াল, ট্রেনিং রুম এবং মসজিদের কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় মসজিদে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) বাস্তবায়নের কারণে ক্ষুব্ধ হয়ে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিনিয়োগ বোর্ডের গলির দিকে অর্ধশতাধিক ব্যক্তিকে জড়ো হয়ে সংঘবদ্ধভাবে ঢিল নিক্ষেপ করতে দেখা যায়।

হামলার সময় প্রশাসনিক এলাকা হওয়া সত্ত্বেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এর আগে এনইআইআর কার্যক্রম স্থগিতের দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে হঠাৎ করেই কয়েকজন বিক্ষোভকারী বিটিআরসি ভবন লক্ষ্য করে ঢিল ছোড়েন এবং ভাঙ, ভাঙ, গুড়িয়ে দে বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নীতিমালায় সংশোধনের দাবিতে গত ৭ ডিসেম্বরও বিটিআরসি ভবনের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছিল মোবাইল বিজনেস কমিউনিটি। সে সময় আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হলেও এবার সহিংস হামলার ঘটনা ঘটলো।

এমএএইচ

শেয়ার করুনঃ