মোবাইল আমদানিতে শুল্ক কমছে ১৫ শতাংশ, বৈধ হচ্ছে স্টক-লট ফোন
Published : ১৭:৫৮, ৩ জানুয়ারি ২০২৬
মোবাইল ফোন আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের প্রথম দিনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের কাছে থাকা নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা মোবাইল ফোনগুলোকে কোনও অতিরিক্ত শুল্ক ছাড়াই ‘স্টক-লট’ হিসেবে বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৈধ মোবাইল আমদানিকারকদের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ২৫ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং দেশীয় উৎপাদকদের জন্য ১০ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে বৈধ আমদানি ও দেশীয় উৎপাদন- উভয়ই উৎসাহিত হবে এবং বাজারে মোবাইল ফোনের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি, বৈদ্যুতিক সরঞ্জাম ও কম্পিউটারসহ অন্যান্য পণ্যের তুলনায় মোবাইল ফোন আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। পাশাপাশি, বিটিআরসি নির্ধারিত সময়ের মধ্যে আমদানি করা কিন্তু এখনও বাজারে থাকা ফোনগুলোকে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেমে স্টক-লট হিসেবে অনুমোদনের সুযোগ দেওয়া হবে।
যদিও আমদানির পরিবর্তে দেশীয় উৎপাদনকে আরও বেশি উৎসাহিত করতে আমদানি শুল্ক কমানোর বিপক্ষে মত ছিল, বাস্তবতা বিবেচনায় কাস্টমস ডিউটি প্রায় ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চলতি অর্থবছরে সরকারের আনুমানিক ৩৫ কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নামে ১৭টি সক্রিয় সিম পাওয়ার তথ্য প্রকাশ পাওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এনইআইআর বাস্তবায়ন এবং একজন গ্রাহকের নামে সিমের সংখ্যা সীমিত করার বিষয়ে জোরালো অবস্থান নিয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে আগামী তিন মাস কোনও ফোন ব্লক করা হবে না। পাশাপাশি, ব্যবসায়ীদের স্টক-লট ফোন নিয়মিত করার সুযোগ দেওয়া হবে। এ জন্য বিটিআরসিকে কেবল বৈধ মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বরের তালিকা সরবরাহ করতে হবে।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্টরা বলছেন, সরকার ইতোমধ্যে সব বৈধ ও যৌক্তিক দাবি মেনে নিয়েছে। আমদানিতে শুল্ক কমানো হয়েছে এবং অবৈধভাবে আমদানি হওয়া ফোনগুলোকেও নির্দিষ্ট সময়ের জন্য নিয়মের আওতায় আনার সুযোগ দেওয়া হয়েছে।
এমএএইচ














