বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ জানাতে ফোন ও ই-মেইলের ব্যবস্থা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ জানাতে ফোন ও ই-মেইলের ব্যবস্থা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:৪৮, ৫ জানুয়ারি ২০২৬

দেশের ডিজিটাল পরিসরে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) একটি বিশেষ হটলাইন চালু করেছে। জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে কেউ এখন এই হটলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ জানাতে ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমেও অভিযোগ পাঠানো যাবে।

এনসিএসএ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এর মাধ্যমে অপতথ্য মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এদিকে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে এনসিএসএ। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং কনটেন্টের সত্যতা নিশ্চিত করার কাজ করছে।

এই কার্যক্রম বাস্তবায়নে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এনসিএসএ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে এর উৎস যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সংস্থাটি বলছে, দেশের সাইবার স্পেস নিরাপদ রাখা সবার সম্মিলিত দায়িত্ব। ভুয়া তথ্য, ফটোকার্ড ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ