স্টারলিংক, দেশীয় আইএসপি এবং খোলা বাজার
দেশের ইন্টারনেট খাত সংশ্লিষ্টরা স্টারলিংকের আগমনকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এর (স্টারলিংক) পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের (আইএসপি ব্যবসায়ী) সুরক্ষা দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে, তা না হলে তারা ধংস হয়ে যাবে। একটির আগমনে অন্যরা যেন বাজার থেকে হারিয়ে না যায় সে ব্যবস্থা রাখতে হবে। বরং এ সময়ে আইএসপি উদ্যোক্তাদের কোয়ালিটি অব সার্ভিস আরও উন্নত করতে হবে। গ্রাহককে ভালো সেবা দেওয়ার কোনও বিকল্প নেই।