আট হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির ফোন ওয়ানপ্লাস ১৫
ওয়ানপ্লাস নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৫ উন্মোচিত করেছে। ৮ হাজার এমএএইচ ব্যাটারির এই ফোনে রয়েছে ৮৫ মিলিমিটার সমমান জুম লেন্স। অর্থাৎ ৩.৫ গুণ পেরিস্কোপিক টেলি জুম লেন্স ব্যবহার করা হয়েছে এই ফোনে। বেশি সক্ষমতার ব্যাটারি হওয়ায় ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। আর এর ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১৮:০৬