শাওমি ১৭ সিরিজে পেছনেও থাকছে ডিসপ্লে
শাওমি নতুন ১৭ সিরিজ বাজারে এনেছে। এই সিরিজের ১৭ প্রো এবং ১৭-প্রো ম্যাক্স মডেলের সেটে পেছনে নতুনভাবে একটি সেকেন্ডারি ডিসপ্লে বসানো হয়েছে। ফোনগুলো অ্যাপলের আইফোন ১৭ সিরিজের সঙ্গে তুলনা করে ডিজাইন করা। এতে ব্যাটারি, পারফরমেন্স এবং ক্যামেরা আগের চেয়ে আপগ্রেডেড। সিরিজটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট।
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩