আগামী বছর আসছে ফোল্ডেবল আইফোন, দাম কত হতে পারে?
অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) আইফোন নিয়ে উত্তেজনা তুঙ্গে! ম্যাক রিউমারসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বাজারে আসছে এই নতুন ডিভাইস। ফোনটির ভেতরের ডিসপ্লে ৭.৮ ইঞ্চি ও বাইরের ডিসপ্লে’র সাইজ হবে ৫.৫ ইঞ্চি, যা বইয়ের মতো ভাঁজ করা যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ডের মতো এই ফোন ক্রিজ-মুক্ত ডিসপ্লের লক্ষ্যে তৈরি হচ্ছে।
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৬