বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা ছবি- সংগৃহীত

দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৫

মোবাইল এবং গেজেটে পর স্মার্ট সিকিউরিটি সলিউশন্স জগতে প্রবেশ করলো দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের বাজারে বিশ্বখ্যাত স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইমিল্যাবের ক্যামেরা বাজারজাত শুরু করেছে। ইমল্যাব মূলত বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড শাওমির এআইওটি ইকোসিস্টেমের অংশ। ইমিল্যাবের ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট আটটি মডেলের আইপি ক্যামেরা বাজারে ছেড়েছে সেলেক্সট্রা।

ইমিল্যাবের ওভারসিজ সেলস ডিরেক্টর রাজেশ সুধাকরণ বলেন, সেলেক্সট্রার মাধ্যমে বাংলাদেশে ইমিল্যাবকে পরিচিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা দীর্ঘমেয়াদে আমাদের পণ্য বাংলাদেশে বাজারজাত করতে আগ্রহী।

প্রতিষ্ঠানটির জিএম মি. ফেলিক্স বলেন, স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে সেগুলো টেকসই এবং উন্নতমানের হওয়াটা অনেক বেশি  গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের প্রতিটি পণ্যের গুণগত মানকে আমরা সর্বোচ্চগুরুত্ব দিই। আর এই গুণগত মানের কারণেই আমরা বিশ্বব্যাপী পরিচিত লাভ করতে পেরেছি।

সেলেক্সট্রা লিমিটেডের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ এই পণ্যটি সম্পর্কে বলেন, মোবাইল বা গেজেটের পাশাপাশি নিরাপত্তাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখেই আমরা আমাদের পণ্য তালিকায় হোম সিকিউরিটি পণ্য যুক্ত করেছি। ইমিল্যাবের ক্যামেরাগুলোর উন্নত ফিচার, সাশ্রয়ী মূল্য এবং বিশ্বস্ততার কারণে এগুলো দ্রুত জনপ্রিয় হবে বলে আমি আশাবাদী।

ইমিল্যাবের ক্যামেরাগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো- শাওমির মি হোম অ্যাপের মাধ্যমে এগুলো ব্যবহার করা যায়। এছাড়া সব ক্যামেরা গুগল হোম, অ্যামাজন অ্যালেক্সা, শাওমি হোম এবং শাওমি হাইপারওএস কানেক্টের সঙ্গে নির্বিঘ্নে কাজ করে।

প্রসঙ্গত, ইমিল্যাব বিশ্বের ১৫০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে তাদের ৮ কোটি ৫০ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা তাদের গ্রহণযোগ্যতার সক্ষমতা বহন করে। বাংলাদেশে এসব ক্যামেরা আসায় ভোক্তারা এখন অরিজিনাল স্মার্ট সিকিউরিটির সমাধান সহজে পাবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ