বৃহস্পতিবার; ০৮ জানুয়ারি ২০২৬; ২৫ পৌষ ১৪৩২

নতুন ওয়্যারলেস হেডফোনে থাকছে ব্লুটুথ স্পিকারও ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন ওয়্যারলেস হেডফোনে থাকছে ব্লুটুথ স্পিকারও

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৮, ৬ জানুয়ারি ২০২৬

নতুন কোম্পানি টিডিএম বাজারে নিয়ে এলো নতুন ওয়্যারলেস হেডফোন। নিও নামে এই হেডফোনটি ব্লুটুথ স্পিকার হিসেবেও ব্যবহার করা যায়। এছাড়া ইয়ারকাপগুলো ঘুরিয়ে স্পিকার মোডে পরিবর্তন করা যায়। এতে প্রাইভেট লিসেনিং ও গ্রুপ শেয়ারিং সহজ হয়।

ফোনটি কিকস্টার্টারে ক্যাম্পেইন চালাচ্ছে। এটি অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) সাপোর্ট করে। ব্যাটারি লাইফ ৫০ ঘণ্টা।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, হেডফোনটি উচ্চমানের অডিও কোয়ালিটি দেয়। স্পিকার মোডে ৩৬০ ডিগ্রি সাউন্ড প্রদান করে। এটি পার্টি বা গ্রুপ লিসেনিংয়ের জন্য আদর্শ। ডিজাইনটি স্টাইলিশ এবং পোর্টেবল। কিকস্টার্টারে প্রি-অর্ডার দাম ১৯৯ ডলার থেকে শুরু। রিটেইল দাম ৩৯৯ ডলার। ক্যাম্পেইন সফল হলে ২০২৬-এর মাঝামাঝি ডেলিভারি শুরু হবে।

এই হাইব্রিড ডিজাইন অডিও ডিভাইসের নতুন যুগের সূচনা করবে। ব্যবহারকারীরা পাবেন একটি ডিভাইসে দুটি ফাংশন।

বিশেষজ্ঞরা বলছেন, টিডিএম নিও মার্কেটে অনন্য অবস্থান তৈরি করবে। পাল্টে দেবে ওয়্যারলেস অডিওর ভবিষ্যত।

এমএএইচ

শেয়ার করুনঃ