বৃহস্পতিবার; ১৫ জানুয়ারি ২০২৬; ১ মাঘ ১৪৩২

ফেব্রুয়ারিতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফেব্রুয়ারিতে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ২০:৩৩, ১২ জানুয়ারি ২০২৬

স্যামসাংয়ের  গ্যালাক্সি এস২৬ সিরিজ ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে। এই সিরিজের এস২৬ আল্ট্রা মডেলটি প্রিমিয়াম ফিচার নিয়ে আসবে। একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে। ক্যামেরায় উন্নত জুম ক্যাপাবিলিটি যুক্ত হবে। ব্যাটারি এবং ডিসপ্লেতে উন্নত ফিচার থাকবে।

সংবাদমাধ্যম ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, বিখ্যাত লিকার ইভান ব্লাসের তথ্যে বলা হয়েছে, এস২৬ আল্ট্রার দাম এক হাজার ২৯৯ ডলার থেকে শুরু হতে পারে। এটি এস২৫ আল্ট্রার সমান তবে নতুন ডিজাইন এবং এআই ফিচার যুক্ত হবে। প্রি-অর্ডার ওই মাস  থেকেই শুরুতে শুরু হতে পারে। পরের মাসে বিশ্বব্যাপী উন্মোচিত হবে।

এই সিরিজ স্যামসাংকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। অ্যাপল ও গুগলের ফ্ল্যাগশিপের সাথে তুলনা হবে এই সিরিজের বলে মন্তব্য করেছে ফোর্বস। ব্যবহারকারীরা উন্নত ক্যামেরা এবং পারফরম্যান্স আশা করছেন। স্যামসাং এখন এআই-এর উপর জোর দিচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ