শুক্রবার; ০৯ জানুয়ারি ২০২৬; ২৬ পৌষ ১৪৩২

নতুন ডিসপ্লে চশমার ফিচারের ঘোষণা দিলো মেটা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন ডিসপ্লে চশমার ফিচারের ঘোষণা দিলো মেটা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৬, ৭ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শোয়ে (সিইএস) নতুন ডিসপ্লে চশমার ফিচার ঘোষণা করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। হেডস-আপ ডিসপ্লে সমৃদ্ধ এই চশমার পাশাপাশি মেটা নিউরাল ব্যান্ড নামে একটি রিস্ট-ভিত্তিক কন্ট্রোল ডিভাইসও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

নতুন ডিসপ্লে প্রযুক্তিটি রে-ব্যান মেটা গ্লাসের সঙ্গে ইন্টিগ্রেটেড। বিশেষ করে প্রেজেন্টার ও কনটেন্ট নির্মাতাদের জন্য এতে টেলিপ্রম্পটার সুবিধা যুক্ত করা হয়েছে। চশমাটিতে ইলেক্ট্রোমায়োগ্রাফি (ইএমজি) ভিত্তিক হ্যান্ডরাইটিং ফিচারও রয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, চশমার লেন্সে টেলিপ্রম্পটার হিসেবে স্পিচ-টু-টেক্সট কনটেন্ট দেখা যাবে। ব্যবহারকারী মেটা নিউরাল ব্যান্ড ব্যবহার করে এটি নেভিগেট করতে পারবেন। ইএমজি প্রযুক্তির মাধ্যমে আঙুলের নড়াচড়ায় লেখা টেক্সটে রূপান্তর করা সম্ভব হবে।

এছাড়া এই চশমা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বার্তা পাঠানো যাবে। গার্মিন ইউনিফাইড ক্যাবিন পরিবেশে পিনচ জেসচারের মাধ্যমে গেম খেলা বা অ্যাপ চালুর সুবিধাও রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ফিচারগুলো যুক্তরাষ্ট্রের আর্লি একসেস প্রোগ্রামের আওতায় চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণা অগমেন্টেড রিয়ালিটি (এআর) ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে। আগামী বছর পূর্ণাঙ্গ এআর গ্লাস বাজারে আনার পরিকল্পনা করতে পারে মেটা। তবে উচ্চ চাহিদার কারণে আপাতত আন্তর্জাতিক সম্প্রসারণ স্থগিত রেখে উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এমএএইচ

শেয়ার করুনঃ