মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

ফিড আপডেট ও অ্যালগরিদম কন্ট্রোল অপশন চালু করলো ফেসবুক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফিড আপডেট ও অ্যালগরিদম কন্ট্রোল অপশন চালু করলো ফেসবুক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৪০, ১০ ডিসেম্বর ২০২৫

মেটা ফেসবুকের মূল ফিড এবং অ্যালগরিদম কন্ট্রোল অপশন নিয়ে নতুন আপডেট চালু করেছে। এই পরিবর্তনগুলোর কারণে ফিডের ফরম্যাট সরল হয়েছে। একাধিক ছবির পোস্টগুলো এখন স্ট্যান্ডার্ড গ্রিড লেআউটে দেখানো হচ্ছে। যেকোনও ছবিতে ডাবল-ট্যাপ করে লাইক করা যায়। কনটেন্ট ট্যাপ করলে ফুল-স্ক্রিন এক্সপানশন হয়। এছাড়া ট্যাব বারে প্রায়শই ব্যবহৃত ফিচারগুলোকে প্রায়োরিটাইজ করা হয়েছে। এতে রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস এবং প্রোফাইল রয়েছে। পাশাপাশি সার্চ রেজাল্টগুলো ইমার্সিভ গ্রিড লেআউটে আপডেট হয়েছে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অ্যালগরিদম কন্ট্রোলের জন্য পোস্টে এক্স ট্যাপ করলে নতুন টপিক আসবে। এটি স্নুজ এবং রিপোর্টের বাইরে কনটেন্টের প্রাসঙ্গিকতা নিয়ে ফিডব্যাক দেবে। এটি ম্যানুয়াল অ্যালগরিদম রিফাইনমেন্টের পরীক্ষা। পরের বছর আরও টুলের পরীক্ষা চলবে। এছাড়া কমেন্টস স্ট্রিমলাইন, রিপ্লাই সহজতর, ব্যাজিং প্রমিনেন্ট হওয়া সহ পিনিং টুল যুক্ত হয়েছে। আবার ফ্রেন্ড ডিসকভারি বিভাগ শেয়ার্ড ইন্টারেস্টের উপর ভিত্তি করে হয়েছে।

এই আপডেটগুলো ব্যবহারকারীদের বিহেভিয়রের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ফেসবুকের ৩ বিলিয়নের বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে। এটি টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের সাথে প্রতিযোগিতায় এনগেজমেন্ট বাড়াবে। বর্তমানে ফুল-স্ক্রিন ভিউয়ার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে যা কয়েক মাসের মধ্যে রিলিজ হওয়ার কথা। ব্যবহারকারীরা ফিডের প্রাসঙ্গিকতার আপগ্রেড বুঝতে পারবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ