রোববার; ২৯ জুন ২০২৫; ১৪ আষাঢ় ১৪৩২

ছবি দিয়ে এআই প্রশিক্ষণ দেবে মেটা, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ছবি দিয়ে এআই প্রশিক্ষণ দেবে মেটা, ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:১২, ২৮ জুন ২০২৫

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাদের এআই প্রযুক্তির উন্নতির জন্য মোবাইল ব্যবহারকারীদের ক্যামেরা রোলের অপ্রকাশিত ছবি ব্যবহারের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির নতুন এই পরিকল্পনা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, ক্লাউড প্রসেসিং ফিচারে সম্মতি দিলে ব্যবহারকারীদের ক্যামেরা রোলের ছবি মেটার এআই একসেস করতে পারবে। তবে এই ফিচার দিয়ে স্টোরি তৈরি, কোলাজ বা জন্মদিনের থিম তৈরির জন্য ছবি আপলোডের সময় পপ-আপ মেসেজ দেখাবে।

মেটা জানিয়েছে, এটা একটা ঐচ্ছিক ফিচার এবং ব্যবহারকারীরা যেকোনও সময় এটি বন্ধ করতে পারেন। তবে, তারা স্পষ্ট করেনি যে এই ছবিগুলো এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হবে কিনা। বর্তমানে এই ছবি এআই প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে না, তবে ৩০ দিনের বেশি সময় ধরে কিছু ডেটা সংরক্ষিত থাকতে পারে। ব্যবহারকারীরা সেটিংস থেকে এই ফিচার বন্ধ করে ছবি মুছে ফেলতে পারেন। এই উদ্যোগ ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ