শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট হচ্ছে না ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট হচ্ছে না

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:৫৬, ৩ জুলাই ২০২৫

তীব্র সমালোচনার মুখে বাতিল হলো প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত। গতকাল (বুধবার) এই ঘোষণা দেওয়ার পর থেকে স্যোশ্যাল হ্যান্ডেলে সমালোচনার ঝড় ওঠে। ৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে নিজের ফেসবুক আইডিতে ইন্টারনেট ব্ল্যাক আউটের এই তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুক পোস্টে- প্রাথমিক প্রস্তাবনা থেকে বাদ দেয়ার পরও এই কর্মসূচিটি অন্তর্ভুক্ত হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করে দ্রুত ক্যালেন্ডার সংশোধনের কথা জানান। 

সেখানে তিনি লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিলো। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম এক মিনিট ইন্টারনেট ব্ল‍্যাক আউট গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে। অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন‍্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করে হচ্ছে।

এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে জানিয়ে তিনি লেখেন, লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ‍্য ভেরি জুলাই ফায়ার

এর আগে গত ২৫ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ৩৬ দিনের কর্মসূচির বিস্তারিত জানানো হয়।

গত বছরে সরকার মোবাইল ইন্টারনেট তথা ফোরজি সেবা বন্ধ করা হয় ১৭ তারিখ দিবাগত রাত ১টা ২৯ মিনিটে। আর ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের নির্দেশনা আসে ১৮ তারিখ রাত সাড়ে সাতটার পর। তবে পুরোপুরি বন্ধ হতে আরও কিছু সময় লেগে যায়।

এমএএইচ

শেয়ার করুনঃ