.png)

টিকটকে হোয়াইট হাউজের অফিসিয়াল আইডি
Published : ১৪:২৫, ২০ আগস্ট ২০২৫
এখন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনা যাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে। মঙ্গলবার (১৯ আগস্ট) হোয়াইট হাউজের পক্ষ থেকে ট্রাম্পের একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্রকাশের মাধ্যমে নতুন অ্যাকাউন্টটির সূচনা করা হয়। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
@হোয়াইট হাউজ নামের ওই অ্যাকাউন্টের প্রথম ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি আপনাদের কণ্ঠস্বর। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল- আমরা ফিরে এসেছি আমেরিকা। টিকটকের কী খবর?
বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে। ফলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রেসিডেন্টের বক্তব্য ছড়িয়ে দেওয়ায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
টিকটক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও বিশেষ গুরুত্ব বহন করে। গত নির্বাচনে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে রিপাবলিকান প্রচারণায় টিকটকের স্বল্পদৈর্ঘ্য ভিডিও ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। তখন @রিয়েল ডোনাল্ড ট্রাম্প নামের অ্যাকাউন্টে তার অনুসারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গিয়েছিল। তবে এটি ট্রাম্পের প্রেসিডেনশিয়াল অ্যাকাউন্ট ছিল না।
বর্তমানে ট্রাম্প নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বেশ সক্রিয়। পাশাপাশি তিনি মাঝে মধ্যে এক্স (সাবেক টুইটার)-এও পোস্ট করে থাকেন।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট জানিয়েছেন, মার্কিন জনগণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের যত ঐতিহাসিক সাফল্য আছে, সেগুলো প্রচারে প্রশাসন কাজ করে যাচ্ছে। এজন্য সর্বোচ্চ সংখ্যক মানুষ ও প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
তবে টিকটককে ঘিরে মার্কিন আইনপ্রণেতাদের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, অ্যাপটির মাধ্যমে চীনা সরকার সহজেই মার্কিন নাগরিকদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে। পূর্ববর্তী এক গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছিল, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স চীনা সরকারের প্রতি অনুগত এবং এ প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কিন নাগরিকদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা হতে পারে।
বাইডেন প্রশাসন টিকটকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। ২০২৪ সালের এক আদেশে বলা হয়, চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে বাইটড্যান্সকে হয় মার্কিন শাখা বিক্রি করতে হবে, নয়তো বিক্রিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের পর যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে পারবে না টিকটক।
কিন্তু ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর বাইডেন প্রশাসনের সেই আদেশ কার্যকর না করার সিদ্ধান্ত নেন ট্রাম্প। এরপর তিনি তিন দফায় বাইটড্যান্সকে সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। সর্বশেষ বাড়ানো সময়সীমা শেষ হবে আগামী ১৭ সেপ্টেম্বর।
এমএএইচ