মনোযোগ আকর্ষণে রিলসে নতুন সুবিধা আনলো ফেসবুক
Published : ১৮:০৫, ৮ অক্টোবর ২০২৫
মেটা ফেসবুক রিলসকে আরও আকর্ষণীয় করতে নতুন কিছু ফিচার চালু করেছে। এরমধ্যে রয়েছে ফ্রেন্ড বাবলস এবং উন্নত রিকমেন্ডেশন সিস্টেম। ফ্রেন্ড বাবলস হলো ভাসমান বুদবুদ যা দেখায় কোন বন্ধুরা রিলসে লাইক বা এনগেজ করেছে। এটি ট্যাপ করে বন্ধুদের অ্যাকটিভিটি দেখা যায়। এছাড়া উন্নত রেকমেন্ডেশন ফিচার ব্যবহারকারীর আচরণের ভিত্তিতে তার জন্য ব্যক্তিগত কনটেন্ট সাজেস্ট করবে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, রিলসের ডিরেক্টর রায়ান ডাহল বলেছেন, ফ্রেন্ড বাবলস রিলসকে বন্ধুদের সাথে শেয়ার্ড এর অভিজ্ঞতা বাড়াবে। এটি সোশ্যাল প্রুফের মাধ্যমে ইন্টারঅ্যাকশন বাড়ায়। মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, এআই-চালিত রেকমেন্ডেশন ফিচার কনটেন্টকে প্রাসঙ্গিক রাখতে সাহায্য করবে। এই ফিচারগুলো মূলত টিকটকের সাথে প্রতিযোগিতায় কাজে আসবে।
সংবামাধ্যমটি আরও জানায়, নতুন এই আপডেট রিলস ভিউ বিশ শতাংশ বাড়িয়েছে। পাশাপাশি শেয়ার বেড়েছে ১৫ শতাংশ। ফেসবুক ভিডিওর অর্ধেক সময় রিলসে কাটে। ফিচারগুলো আপাতত আমেরিকা এবং নির্বাচিত কয়েকটি দেশে ছাড়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এগুলো বিশ্বব্যাপী উন্মুক্ত হবে। ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীরা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে এটি পাবেন।
এমএএইচ
















