রোববার; ০৪ মে ২০২৫; ২০ বৈশাখ ১৪৩২

ফ্রিল্যান্সারদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডে চার্জ ছাড়া হিসাব ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফ্রিল্যান্সারদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডে চার্জ ছাড়া হিসাব

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:৩০, ২১ এপ্রিল ২০২৫

এখন থেকে ফ্রিল্যান্সাররা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কোনও ধরনের চার্জ ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন। রবিবার (২০ এপ্রিল) থেকে ব্যাংকটি এই কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সেবাটি উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) চেয়ারম্যান ডা. তানজিবা রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে লুৎফুল হাবিব জানান, ফ্রিল্যান্সাররা যে কোনও ধরনের অ্যাকাউন্ট খোলার ফি ছাড়াই ঘরে বসে ডলার এবং টাকায় দুটি হিসাব খুলতে পারবেন। অ্যাকাউন্ট পরিচালনায় কোনও চার্জ নেই, আন্তর্জাতিক ডেবিট কার্ড পাওয়াতেও থাকছে না অতিরিক্ত খরচ। রেমিট্যান্স সার্টিফিকেট সংগ্রহের জন্যও কোনও ফি লাগবে না। এছাড়া ফ্রিল্যান্সাররা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রসেসিং ও বার্ষিক ফিতে বিশেষ ছাড় পাবেন।

লুৎফুল হাবিব জানান, বাংলাদেশ বর্তমানে ভারতের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং দেশ। প্রতিবছর প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক আয় হয় এ খাত থেকে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এটিকে ২ বিলিয়ন ডলারে উন্নীত করা।

অনুষ্ঠানে ডা. তানজিবা রহমান জানান, বাংলাদেশের ১০ লাখের বেশি ফ্রিল্যান্সার স্বউদ্যোগে প্রশিক্ষিত হয়ে কাজ করছেন। তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে যথাযথ সুযোগ ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি।

এমএএইচ

শেয়ার করুনঃ