বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

পেপ্যাল চালুর বিষয়ে নতুন আশাবাদ, ঢাকা ঘুরে গেলো প্রতিনিধি দল ছবি- সংগৃহীত

পেপ্যাল চালুর বিষয়ে নতুন আশাবাদ, ঢাকা ঘুরে গেলো প্রতিনিধি দল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:৫১, ৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক পেমেন্ট সেবা পেপ্যাল চালুর বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। পেপ্যালের প্রতিনিধি দলের সাথে সরকারের আইসিটি বিভাগ, ফ্রিল্যান্সার কমিউনিটি এবং বাক্কোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। গত সোমবার (১ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

সিঙ্গাপুরভিত্তিক পেপ্যালের চার সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। দক্ষিণ এশিয়া অঞ্চলের একজন কর্মকর্তাও দলে ছিলেন। ফ্রিল্যান্সার কমিউনিটির ১১ সদস্যও আলোচনায় যোগ দেন। উপস্থিত ফ্রিল্যান্সারদের মতে, বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। সরকারি পক্ষ কোনও হস্তক্ষেপ না করে ফ্রিল্যান্সারদের সরাসরি নিজেদের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরার সুযোগ দেয়।

বৈঠকে বাংলাদেশের ফ্রিল্যান্স বাজার, ডিজিটাল আয়মুখ এবং পেপ্যালের সম্ভাব্য ব্যবসায়িক পরিসর নিয়ে আলোচনা হয়। ফ্রিল্যান্সাররা বিভিন্ন ডিজিটাল খাত- মার্কেটপ্লেস, এজেন্সি ব্যবসা, অ্যামাজন এফবিএ/এফবিএম, ড্রপশিপিং, স্যাস, প্লাগইন ডেভেলপমেন্ট, ই-কমার্স, রিমোট জব, অ্যাডসেন্স, অ্যাফিলিয়েটসহ বহুমুখী আয়ের চিত্র তুলে ধরেন।

এছাড়া পেওনিয়ার, স্ট্রাইপ ও ওয়াইজ ব্যবহার করে লেনদেনে ঝামেলা, চার্জ, রেট এবং সময় অপচয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের জন্য একটি নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে কেন জরুরি, তা প্রতিনিধিদের সামনে তুলে ধরেন ফ্রিল্যান্সাররা।

বৈঠকে অংশ নেন বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহিম। জানতে চাইলে তিনি বলেন, তারা বাংলাদেশে এসেছে। তারা বাংলাদেশকে বিবেচনায় নিয়েছে। এখন তারা বাংলাদেশকে মূল্যায়ন করবে। এতোদিন তো এসবের কিছুই হয়নি। এটা একটা ইতিবাচক দিক বলে আমাদের মনে হয়েছে। আমারাও খোলাখুলিভাবে তাদের সাথে কথা বলেছি। আমাদের চাওয়াটা জানিয়েছি। তারা (পেপ্যাল) দেশে আসবে কি আসবে না সেটা আরেকটা আলাপ। তিনি আরও জানান, আমার জানা মতে তারা মঙ্গলবার অন্যান্য স্টেকহোল্ডারদের (অংশীজন) সাথে বৈঠক করেছে।

জানা গেছে, প্রতিনিধি দলটি দুই দিন ঢাকায় অবস্থান করে। মঙ্গলবার প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান এবং বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে পেপ্যাল প্রতিনিধি দল ফিরে গিয়ে বিষয়টি পর্যালোচনা করবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার দেশে পেপ্যাল আসার কথা শোনা গিয়েছিলো। বিগত সরকার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও পেপ্যাল আসেনি। এবার অন্তত আশার আলো দেখা যাচ্ছে, পেপ্যাল প্রতিনিধিরা ঢাকা ঘুরে গেছে।

এমএএইচ

শেয়ার করুনঃ