শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

৪০ কোটি ব্যবহারকারী এখন থ্রেডসের ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৪০ কোটি ব্যবহারকারী এখন থ্রেডসের

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:৩৭, ১৩ আগস্ট ২০২৫

মেটার প্ল্যাটফর্ম থ্রেডস দ্রুত গতিতে জনপ্রিয়তা অর্জন করছে। মাত্র দুই বছরের মধ্যে এই অ্যাপ ৪০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর (এমএইউ) মাইলফলক স্পর্শ করেছে। গত এপ্রিলে এই সংখ্যা ছিল ৩৫ কোটি, যা থ্রেডসের দ্রুত প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। এই অগ্রগতি থ্রেডসকে এক্স-এর ৬০ কোটি ব্যবহারকারীর কাছাকাছি নিয়ে গেছে।

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির বরাত দিয়ে সোশ্যাল মিডিয়া টুডে জানিয়েছে, থ্রেডস মানুষের মতামত ও দৃষ্টিভঙ্গি শেয়ারের একটি উন্মুক্ত মঞ্চ হিসেবে গড়ে উঠেছে।

সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, জুনে থ্রেডসের মোবাইল অ্যাপে দৈনিক ১১৫.১ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ছিল, যেখানে এক্স-এর সংখ্যা ১৩২ মিলিয়ন। তবে, ওয়েব ট্রাফিকে এক্স এখনও এগিয়ে রয়েছে।

থ্রেডস নতুন ফিচার যেমন ডিএম, ফেডিভার্স ইন্টিগ্রেশন এবং ট্রেন্ডিং টপিক যুক্ত করে ব্যবহারকারীদের আকর্ষণ বাড়াচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে, থ্রেডস শিগগিরই রিয়েল-টাইম সোশ্যাল মিডিয়ার শীর্ষে পৌঁছে যেতে পারে।

এমএএইচ

শেয়ার করুনঃ