বৃহস্পতিবার; ২০ নভেম্বর ২০২৫; ৬ অগ্রাহায়ণ ১৪৩২

পাঠাও নিয়ে এলো সিএনজি সার্ভিস ছবি- সংগৃহীত

পাঠাও নিয়ে এলো সিএনজি সার্ভিস

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৭, ৩০ অক্টোবর ২০২৫

পাঠাও উদযাপন করছে তাদের ১০ বছরের যাত্রা, আর এই আনন্দঘন মুহূর্তে পাঠাও নিয়ে এলো নতুন রাইড অপশন পাঠাও সিএনজি। এখন থেকে ইউজাররা পাঠাও রাইডে একসাথে পাবেন বাইক, কার, ও পাঠাও সিএনজিও।

দৈনন্দিন যাতায়াতে সবার চাই আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী রাইড। আর এই প্রয়োজনীয়তা থেকেই পাঠাও নিয়ে এসেছে পাঠাও সিএনজি। বাইক ও কার-এর মাঝামাঝি ভাড়ার এই রাইডটি ইউজারদের জন্য হবে আরেকটি সাশ্রয়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য আধুনিক যাতায়াত মাধ্যম। পাঠাও সিএনজিতে চলছে এক্সক্লুসিভ ক্যাশব্যাক অফার! পাঠাও পে দিয়ে প্রথম ৩টি সিএনজি রাইডের পেমেন্ট করলেই পাবেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক! অফারটি প্রযোজ্য ২৯ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

পাঠাও অ্যাপে আগের মতোই সহজে সিএনজি রিকোয়েস্ট করতে পারবেন। শুধু রাইড অপশন থেকে CNG সিলেক্ট করে গন্তব্য দিন আর উপভোগ করুন একদম ঝামেলামুক্ত রাইড অভিজ্ঞতা। সাথে থাকছে বিডিং মডেল সুবিধাও। আপনার সুবিধা বা প্রয়োজনমতো ভাড়া বিড করে সহজেই পৌঁছে যেতে পারবেন কাঙ্ক্ষিত গন্তব্যে।

এমএএইচ

শেয়ার করুনঃ