বুধবার; ০৭ জানুয়ারি ২০২৬; ২৪ পৌষ ১৪৩২

এআই দিয়ে তৈরি কনটেন্ট ধরিয়ে দেবে জেমিনি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এআই দিয়ে তৈরি কনটেন্ট ধরিয়ে দেবে জেমিনি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৮, ১ জানুয়ারি ২০২৬

গুগল তার জেমিনি অ্যাপে নতুন এআই কনটেন্ট ডিটেকশন টুল যুক্ত করেছে। এই টুলটি টেক্সট, ছবি এবং ভিডিওতে এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্ত করবে। ব্যবহারকারীরা কোনও কনটেন্ট আপলোড করে চেক করতে পারবেন। এটি সিনথেটিক কনটেন্টের বিস্তার রোধ করবে। ফিচারটি জেমিনি অ্যাডভান্সড ইউজারদের জন্য চালু হয়েছে। এটি গুগলের সিনথেআইডি ওয়াটারমার্কিং প্রযুক্তি ব্যবহার করে করা।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, টুলটি ইমেজেন, ভিও এবং অন্যান্য এআই টুলের কনটেন্ট শনাক্ত করে। গুগলের প্রোডাক্ট ম্যানেজার বলেছেন, এটি ব্যবহারকারীদের কনটেন্টের উৎস যাচাই করতে সাহায্য করবে। ফিচারটি মোবাইল এবং ওয়েব উভয় প্ল্যাটফর্মেই কাজ করবে। এই টুল প্রাইভেসি রক্ষা করে শুধু আপলোড করা কনটেন্ট বিশ্লেষণ করে কাজ করবে। 

এই টুল মিসইনফরমেশন কমাবে বলে আশা করা যাচ্ছে। ব্যবহারকারীরা বিভিন্ন কনটেন্টের সত্যতা যাচাই করতে পারবেন এর মাধ্যমে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। 

এমএএইচ

শেয়ার করুনঃ