মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না এনইআইআর, নতুন তারিখ ১ জানুয়ারি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না এনইআইআর, নতুন তারিখ ১ জানুয়ারি

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৮:০৩, ১৫ ডিসেম্বর ২০২৫

দেশে মোবাইল ফোন শনাক্তকরণ ব্যবস্থা এনইআইআর ১৬ ডিসেম্বর (বুধবার) চালু হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ব্যবস্থা কার্যকর হবে আগামী ১ জানুয়ারি ২০২৬। মোবাইল ফোন ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি।

সোমবার (১৫ ডিসেম্বর) কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনইআইআর চালুর প্রেক্ষাপটে দেশে ইতঃপূর্বে আমদানিকৃত কিন্তু এখনও অবিক্রিত বা গুদামে থাকা সব মোবাইল ফোনের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, এসব মোবাইল ফোনের আইএমইআই নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য ১৫ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়।

তবে কমিশন লক্ষ্য করেছে, এখনো অনেক মোবাইল ফোন ব্যবসায়ী তাদের অবিক্রিত বা স্থিত ফোনগুলোর তথ্য জমা দিতে পারেননি। ফলে এসব ফোন ভবিষ্যতে নেটওয়ার্কে যুক্ত করার ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ব্যবসায়ীদের আরও সময় দিতে এনইআইআর চালুর তারিখ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনইআইআর আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে অবিক্রিত বা গুদামে থাকা মোবাইল ফোনগুলোর তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বর ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ছক অনুযায়ী জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য অন্তর্ভুক্ত না হলে এসব মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্তির ক্ষেত্রে সমস্যা হতে পারে।

এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব মোবাইল ফোন ব্যবসায়ীকে সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ