এনইআইআর চালু ১৬ ডিসেম্বর, অনিবন্ধিত মোবাইল নিবন্ধনের সময় বাড়লো
Published : ০০:৩৩, ১১ ডিসেম্বর ২০২৫
মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ও রিফার্বিশড ফোনের অনুপ্রবেশ রোধ এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। তবে ব্যবসায়ীদের দাবির পর দেশে থাকা অব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, এনইআইআর চালুর মাধ্যমে চোরাই, শুল্কফাঁকির ফোন, বিদেশ থেকে আনা পুরোনো হ্যান্ডসেট ও অবৈধ রিফার্বিশড ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে মোবাইল ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও এমএফএস জালিয়াতির মতো ডিজিটাল অপরাধ প্রতিরোধেও এটি ভূমিকা রাখবে।
গত তিন দিন ধরে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ব্যবসায়ীরা জানান, বাজারে থাকা বিপুল সংখ্যক অনিবন্ধিত ফোন নিবন্ধনের জন্য আরও সময় প্রয়োজন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলেছে, দেশে মোবাইল ফোন আমদানিতে কোনও বাধা নেই। কতদিনের পুরোনো ফোন আমদানি করা যাবে এবং কোন মডেলগুলো অনুমোদিত— সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। আমদানির ক্ষেত্রে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে আগাম অবহিত করতে হবে।
এ ছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি সমন্বয়ে মধ্যস্থতা করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আমদানিকারক ও উৎপাদনকারীরা যৌথভাবে লিখিত প্রস্তাব জমা দেবে বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
বিভাগটি আরও জানায়, এনইআইআর চালুর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনও প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওএবি) ও মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে ৩ ঘণ্টার বেশি রাজধানীর কাওরানবাজারে সড়ক অবরোধ করার পরে সড়ক থেকে সরে গেছেন আন্দোলনকারীরা। এ সময় কাওরানবাজারের প্রচণ্ড যানজট তৈরি হয়ে নাগরিকরা দুর্ভোগ পোহান। মোবাইল ব্যবসায়ীরা এসময় বিভিন্ন দাবি দাওয়ার কথা সরকারকে জানান।
এমএএইচ













