এআই ট্রেনিংয়ের জন্য ব্যক্তিগত মেসেজিংয়ে নজর দেবে না মেটা
Published : ১৮:১৭, ২ ডিসেম্বর ২০২৫
মেটা তার অ্যাপগুলোতে ব্যক্তিগত ডিরেক্ট মেসেজ (ডিএম) স্ক্যান করে এআই ট্রেনিং করবে না। সম্প্রতি ভাইরাল গুজবের জবাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। গুজবটি গত মাসের ১৬ তারিখে মেটার প্রাইভেসি পলিসি আপডেটকে কেন্দ্র করে ছড়িয়েছে। প্রকৃতপক্ষে আপডেটটি শুধু মেটা এআই-এর সাথে ইন্টারঅ্যাকশনে ব্যবহার করে কনটেন্ট এবং অ্যাডস পার্সোনালাইজ করবে। ব্যক্তিগত চ্যাট বা মেসেজ এতে অন্তর্ভুক্ত থাকবে না।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেটার একজন মুখপাত্র স্নোপসকে বলেছেন, ভাইরাল গুজবের উল্লেখিত আপডেট ডিএম নিয়ে নয়। এটি আমরা কীভাবে মানুষের এআই ফিচারের সাথে ইন্টারঅ্যাকশন ব্যবহার করে অভিজ্ঞতা পার্সোনালাইজ করব সেটা নিয়ে। আমরা বন্ধু-পরিবারের সাথে ব্যক্তিগত মেসেজের কনটেন্ট এআই ট্রেনিংয়ে ব্যবহার করি না যতক্ষণ না আপনি বা চ্যাটের কেউ সেগুলো এআই-এর সাথে শেয়ার করেন। এটি নতুন নয়। এটি ১৬ ডিসেম্বরের প্রাইভেসি পলিসি আপডেটের অংশও নয়।
এই ঘোষণা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ কমাবে বলে আশা করা যাচ্ছে। মেটা এআই-এর সাথে শেয়ার না করলে ডিএম নিরাপদ থাকবে। আপডেটটি বর্তমান নিয়মের উপর ভিত্তি করেই করা। ব্যবহারকারীরা এআই-এর সাথে মেসেজ শেয়ার না করলে কোনও সমস্যা হবে না বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।
এমএএইচ













