মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

বিটিআরসি–মোবাইল ব্যবসায়ীদের বৈঠকে তিন সিদ্ধান্ত ছবি- সংগৃহীত

বিটিআরসি–মোবাইল ব্যবসায়ীদের বৈঠকে তিন সিদ্ধান্ত

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৭:৩৯, ৯ ডিসেম্বর ২০২৫

মোবাইল ফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স তালিকাভুক্তিকরণ প্রক্রিয়া আরও সহজ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসি ভবনে আয়োজিত এ বৈঠকে বর্তমান আমদানি প্রক্রিয়ার জটিলতা, ক্লোনকপিরিফারবিসড ফোনের অনুপ্রবেশ রোধ এবং ব্যবসায়ীদের চাহিদা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বিটিআরসি ভবনে অনুষ্ঠিত ১৪ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, বৈঠক ফলপ্রসু হয়নি। জানা গেছে, বিটিআরসিও তার পূর্বের সিদ্ধান্তে অনড়।

এদিকে বৈঠকে সিদ্ধান্ত হয়, ন্যূনতম কাগজপত্র দাখিলের মাধ্যমে দ্রুত ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদান করা হবে। পাশাপাশি বিদেশি উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি অনুমোদিত সরবরাহকারীর প্রত্যয়নপত্র জমা দিলেই আমদানির অনুমোদন দেওয়া হবে। এতে ক্লোন, কপি, ব্যবহৃত বা রিফারবিসড ফোন দেশের বাজারে ঢোকার ঝুঁকি কমবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আমদানি প্রক্রিয়া আরও সহজ করতে কী ধরনের পরিবর্তন আনা যায়, সে বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটিকে সুস্পষ্ট লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানায় বিটিআরসি। ব্যবসায়ীদের অনুরোধে বাজারে থাকা অবিক্রিত ফোন নিয়মিতকরণের সুযোগও রাখা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ছকে তথ্য জমা দিলে কমিশন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

বিটিআরসি জানায়, "বেতার যন্ত্রপাতি ব্যবহার, বাজারজাতকরণ ও তালিকা গ্রহণের নির্দেশিকা, ২০২৪" অনুসারে বৈধ উপায়ে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে এমবিসিবিসহ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (এমআইওবি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে (পিটিডি)। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বৈঠকের পরে  মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতৃবৃন্দ পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন। 

এমএএইচ

শেয়ার করুনঃ