মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

মিসড কল মেসেজিং, আপডেটেড এআই এবং আরও অনেক ফিচার হোয়াটসঅ্যাপে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মিসড কল মেসেজিং, আপডেটেড এআই এবং আরও অনেক ফিচার হোয়াটসঅ্যাপে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৩৮, ১৩ ডিসেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপের‌ নতুন আপডেটে মিসড কলের পর ভয়েস বা ভিডিও নোট রেকর্ড করার সুবিধা যুক্ত করেছে। এখন উত্তর না পেলে ব্যবহারকারীরা দ্রুত মেসেজ পাঠাতে পারবেন। এছাড়া আরও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে, গ্রুপ ভয়েস চ্যাটে ইমোজি রিয়্যাকশন, গ্রুপ ভিডিও চ্যাটে স্পিকার হাইলাইট ফিচার, এআই ইমেজ জেনারেশন উন্নতকরণ এবং ছবি এনিমেট করার টুল যুক্ত হয়েছে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মিসড কল নোটিফিকেশন চ্যাটে "মিসড কল" মেসেজ হিসেবে দেখাবে। গ্রুপ ভয়েস চ্যাটে রিয়্যাকশনের জন্য বলা হয়েছে, "ভয়েস চ্যাট মেসেজিং এবং লাইভ কথা বলার মধ্যে দ্রুত স্থানান্তর করা যাবে অর্থাৎ এখন আলাপ চালানো অবস্থায় রিয়্যাক্ট করা যাবে সহজে। ফিচারগুলো ডেস্কটপে নতুন মিডিয়া ট্যাব এবং আপডেটেড লিংক প্রিভিউসহ এসেছে।

এই আপডেট হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। মিসড কল ট্র্যাকিং সহজ হয়েছে। এআই ফিচার ক্রিয়েটিভিটি বাড়াবে। পাশাপামি গ্রুপ চ্যাট ম্যানেজমেন্টও সহজ হয়েছে। মেটা ধারাবাহিক এই উন্নয়ন চালিয়ে যাচ্ছে বলে জানায় সংবাদমাধ্যমটি।

এমএএইচ

শেয়ার করুনঃ