মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

চীনে চালু হলো বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনে চালু হলো বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন

ফয়সল আবদুল্লাহ

Published : ১৬:২৯, ১৪ ডিসেম্বর ২০২৫

সম্প্রতি বিশ্বের প্রথম মানববিহীন সিমেন্ট উৎপাদন লাইন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো চীনে।

সিমেন্ট উৎপাদনের শ্রম ও জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করছে এই উদ্ভাবন প্রযুক্তি। সাধারণ সিমেন্ট কারখানায় প্রি-হিটিং ও ক্যালসিনেশন ধাপে অন্তত ছয় থেকে ১০ জন কর্মীর প্রয়োজন হয়। কিন্তু নতুন মানববিহীন উৎপাদন লাইন পুরোপুরি স্বয়ংক্রিয়।

ভার্চুয়াল থ্রি-ডি ডিজিটাল ফ্যাক্টরির মাধ্যমে কর্মীরা শুধু মাউস নড়াচড়া ও কয়েকটি ক্লিক করেই পুরো উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করছেন।

ডিজিটাল ফ্যাক্টরির স্ক্রিনে উৎপাদন মান, পরিবেশগত প্রভাব এবং নিরাপত্তাসহ মোট ৩৫ হাজার ডেটা পয়েন্ট দেখা যায়।

বিবিএমজি চিতোং সিমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেড-এর অপারেশন বিভাগের প্রধান চৌ ছিয়াং জানালেন, এই লাইনে উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণের ডিজিটালাইজেশন হার ৯৫ শতাংশের বেশি। ডেটা-নির্ভর উৎপাদনের ফলে সিমেন্ট জ্বালানি খরচ ২৪.৮ শতাংশ কমেছে যা জাতীয় প্রথম-স্তরের জ্বালানি খরচ মানের চেয়েও ভালো।

চীনের ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রযুক্তি যে কতটা দক্ষতার সঙ্গে ভারী শিল্পকে নতুন যুগে নিয়ে যাচ্ছে, তারই প্রমাণ বিশ্বের প্রথম এই স্বয়ংক্রিয় সিমেন্ট উৎপাদন লাইন। শ্রম, শক্তি ও ঝুঁকি কমিয়ে ভবিষ্যতের টেকসই শিল্প উৎপাদনের দিকনির্দেশনা দিচ্ছে এই প্রযুক্তি।

 সূত্র: সিএমজি

এমএএইচ

শেয়ার করুনঃ