১৫ ডিসেম্বরের মধ্যে অবিক্রীত সব মোবাইল নিয়মিতকরণের নির্দেশ
Published : ১৪:৩৯, ১০ ডিসেম্বর ২০২৫
দেশের বাজারে থাকা অবিক্রীত সব মোবাইল ফোন ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মিত (তালিকাভুক্ত) করার বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে বিদেশ থেকে আনা নতুন মোবাইল ফোন নিবন্ধনের সুবিধা দিতে কমিশন ১০ ডিসেম্বর (বুধবার) একটি এক্সেল শিট সরবরাহ করেছে। বিটিআরসির ওয়েবসাইটেও ফোনের তথ্য যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
সরবরাহ করা শিটে হাতে থাকা ফোনের ব্র্যান্ড, মডেল, দাম, কেনার দেশ ও আইএমইআইসহ একাধিক তথ্য দিতে হবে। জানা গেছ, অব্যবহৃত কিংবা আমদানিকৃত অনিবন্ধিত ফোনের তথ্যও যদি এই শিটে সন্নিবেশ করা হয়, তবে ১৬ ডিসেম্বর এনআইআইআর সেবা চালুর পর সেগুলো নিবন্ধিত ফোন হিসেবে সচল থাকবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স তালিকাভুক্তিকরণসহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে এই বিশেষ স্প্রেডশিট সংশ্লিষ্টদের সঙ্গে শেয়ার করে কমিশন।
বিটিআরসির সংশ্লিষ্ট শাখা জানায়, মোবাইলফোন আমদানি, ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদান ও লাইসেন্সিং-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করা এবং সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের ভাষ্য, এতে বাজারে অনিয়ম কমবে এবং এনআইআইআর বাস্তবায়ন আরও নির্বিঘ্ন হবে।
এমএএইচ
















