মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

মোবাইল ফোনের শুল্ক কমাতে সরকারি সংস্থাগুলোর বৈঠকে নতুন সিদ্ধান্ত ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোবাইল ফোনের শুল্ক কমাতে সরকারি সংস্থাগুলোর বৈঠকে নতুন সিদ্ধান্ত

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:০৭, ৩ ডিসেম্বর ২০২৫

বৈধ উপায়ে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোসহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে

সভায় নেওয়া সিদ্ধান্ত-

প্রবাসীদের জন্য নতুন সুবিধা-

১. দেশে ছুটি কাটাতে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।

২. বিএমইটি কার্ডধারী প্রবাসীরা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি আরও দুইটি নতুন ফোন দেশে আনতে পারবেন শুল্কমুক্তভাবে। চতুর্থ ফোনের জন্য শুল্ক দিতে হবে। যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোন ছাড়া একটি অতিরিক্ত ফোন শুল্কমুক্ত আনতে পারবেন।

বিদেশে কেনা ফোনের বৈধ ক্রয় রশিদ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চোরাচালানচক্রের অপতৎপরতার ঝুঁকি এড়ানো যায়।

শুল্কহার সমন্বয়-

৩. বৈধভাবে আমদানি করা স্মার্টফোনের শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল আমদানিতে প্রায় ৬১ শতাংশ শুল্ক আরোপিত হয়।

৪. আমদানি শুল্ক কমালে দেশের ১৩১৪টি মোবাইল কারখানায় উৎপাদিত ফোনের ক্ষেত্রেও শুল্ক-ভ্যাট সমন্বয় করতে হবে। নয়তো স্থানীয় কারখানাগুলোর বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়টি নিয়ে বিটিআরসি, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয় একাধিক বৈঠক করেছে।

সিম ও ফোন নিরাপত্তা-

৫. নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ, জুয়া বা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত অপরাধে অন্য কেউ ব্যবহার করছে কি না- সিম নিবন্ধন নিয়মিত যাচাই করতে বলা হয়েছে।

অবৈধ ফোনে কঠোরতা

১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধ পথে আনা কিন্তু বৈধ আইএমইআই যুক্ত ফোনগুলো হ্রাসকৃত শুল্কে বৈধ করার সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে ক্লোন ও রিফারবিশড ফোন এতে অন্তর্ভুক্ত হবে না। বর্তমানে ব্যবহৃত সক্রিয় ফোন ১৬ ডিসেম্বরের আগে কোনোভাবেই বন্ধ হবে না বলে জানানো হয়েছে।

১৬ ডিসেম্বর থেকে জাতীয় সরঞ্জাম পরিচিতি নিবন্ধন ব্যবস্থা (এনইআইআর) চালু হচ্ছে। তাই বৈধ আইএমইআই বিহীন নতুন ফোন কেনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। অবৈধ আমদানিকৃত, ক্লোন ও চোরাচালান করা ফোন দেশে বন্ধ করা হবে। পুরনো ফোনের কেসিং বদলে নতুন দেখিয়ে ডাম্পিংয়ের যে প্রবণতা চলছে, তাও কঠোরভাবে দমন করা হবে।

বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইট বিশেষ নজরদারিতে রাখা হয়েছে; শিগগিরই কাস্টমসের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হবে।

প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫এ সিমের ই-কেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন ডেটা সুরক্ষা জোরদার করা হয়েছে। নতুন ধারা যুক্ত করে ডেটা লঙ্ঘনকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার বলছে- অযথা আতঙ্ক ছড়ানো, গুজব থেকে দূরে থাকতে হবে এবং সংস্থাগুলোর এ উদ্যোগ ডিভাইস খাতকে সুসংগঠিত ও সুরক্ষিত করবে।

এমএএইচ

শেয়ার করুনঃ