ভয়েস রিপ্লাইসহ আরও ফিচার আনলো ইউটিউব
Published : ২২:১৪, ২০ ডিসেম্বর ২০২৫
ইউটিউব ক্রিয়েটরদের জন্য ভয়েস রিপ্লাই ফিচারের পরিসর আরও বিস্তৃত করেছে। এখন লাখ লাখ ক্রিয়েটর কমেন্টে ভয়েস ক্লিপ দিয়ে উত্তর দিতে পারবেন। পাশাপাশি সুপারচ্যাট গোলস ভার্টিক্যাল লাইভ স্ট্রিমে যুক্ত হয়েছে। ক্রিয়েটররা ডোনেশন থ্রেশহোল্ড সেট করে রিওয়ার্ড দিতে পারবেন। এআই ক্রিয়েশন টুলে "ন্যানো বানানা" মডেল চালু হয়েছে। এটি পোস্টের ছবি এডিট করতে সাহায্য করে। লং-ফর্ম ভিডিও থেকে শর্টস ক্লিপ সাজেস্ট করবে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ভয়েস রিপ্লাই ফিচারটির পরীক্ষা শুরু হয়। সুপারচ্যাট গোলস লাইভ স্ট্রিমে ইন্টারঅ্যাকটিভিটি বাড়াবে। ন্যানো ব্যানানা মডেল ১৮+ বয়সীদের জন্য ইউএস, কানাডা, নিউজিল্যান্ড এবং ভারতে চালু করা হয়। এটি প্রম্পট দিয়ে লোকেশন, আউটফিট বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারে। অন্যান্য ফিচারের মধ্যে, অটো-ডাবিংয়ে অরিজিনাল অডিও প্রেফারেন্স যুক্ত হয়েছে, ইউটিউব ক্রিয়েট অ্যাপ আইওএসে এসেছে এবং চ্যানেল গাইডলাইনস এবং কমেন্ট সামারি যুক্ত হয়েছে।
এই ফিচারগুলো ক্রিয়েটরদের এনগেজমেন্ট বাড়াবে। এআই টুল ক্রিয়েটিভিটি উন্নত করবে। ইউটিউব প্ল্যাটফর্মকে আরও আকর্ষণীয় করছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।
এমএএইচ
















