রিপোস্ট ফ্রেন্ড ম্যাপ-সহ আরও ফিচার এসেছে ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রাম এবার নতুন তিনটি ফিচার নিয়ে এলো, যা ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগকে আরও মজবুত করবে। প্রথমত, রিপোস্ট ফিচারের মাধ্যমে এখন পাবলিক রিল ও ফিড পোস্ট শেয়ার করা যাবে। এই রিপোস্টগুলো ফলোয়ারদের ফিডে দেখা যাবে এবং প্রোফাইলে আলাদা ট্যাবে সংরক্ষিত থাকবে। মূল ক্রিয়েটরের ক্রেডিট থাকবে, ফলে তাদের কনটেন্ট নতুন দর্শকদের কাছে পৌঁছবে। এই ফিচারটি ব্যবহার করতে পোস্টের নিচে রিপোস্ট আইকনে ট্যাপ করে নোট যোগ করা যায়।
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১৮:২৪