মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

শিশুদের উপযোগী করে চালু হচ্ছে জেমিনি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শিশুদের উপযোগী করে চালু হচ্ছে জেমিনি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৬, ৪ মে ২০২৫

১৩ বছরের নিচের বয়সী শিশুদের জন্য উপযোগী করে জেমিনিকে নতুন করে চালু করতে যাচ্ছে গুগল। তবে এই ফিচারটা কাজ করবে যারা ফ্যামিলি অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের অ্যাকাউন্টে।  অর্থাৎ প্যারেন্টাল অ্যাকাউন্টের মাধ্যমে শিশুদের ডিভাইসে ফিচারটা কাজ করবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিশুরাও তাদের বিভিন্ন কাজে জেমিনির সহায়তা নিতে পারবে যেমন হোমওয়ার্ক বা পড়াশোনার বিভিন্ন কাজে তারা এই ফিচারটা ব্যবহার করতে পারবে। প্রতিষ্ঠানটি আরও জানায়, শিশুদের ব্যবহার করা ডেটা জেমিনি তার প্রশিক্ষণের কাজে ব্যবহার করবে না।  তবে অভিভাবকদের সতর্ক করা হয়েছে জেমিনিও ভুল করতে পারে।

এছাড়া অভিভাবকদের আরও বলা হয়েছে, তারা যেন শিশুদেরকে বুঝিয়ে দেয় যে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনও বাস্তব মানুষ নয় এবং এর সঙ্গে কোন সংবেদনশীল তথ্য তারা যেন শেয়ার না করে। অভিভাবকরা চাইলে যেকোনও সময় এর একসেস বন্ধও করে দিতে পারবে।

এমএএইচ

শেয়ার করুনঃ