উইন্ডোজের নতুন আপডেটে ৩০ পরিবর্তন
Published : ১৯:০০, ২৭ এপ্রিল ২০২৫
সম্প্রতি উইন্ডোজ-১১ ২৪এইচ২ -এর নতুন একটি আপডেট কেবি৫০৫৫৬২৭ বাজারে ছেড়েছে। এই আপডেটে যোগ হয়েছে অনেক নতুন ফিচার। সেই সাথে কিছু বাগ ফিক্সও করা হয়েছে। যদিও এই আপডেটে কোনও সিকিউরিটি আপডেট করা হয়নি।
নতুন যেসব ফিচার এসেছে তার মধ্যে একটি হলো রিকল। এই ফিচারের বৈশিষ্ট্য হলো একসাথে অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে করতে আগের কোনও কিছু মনে করতে চাইলে তখন এই ফিচারটি কাজে আসবে। হঠাৎ এই ফিচারের মাধ্যমে আগের ফেলে আসা যেকোনও অ্যাপ, ওয়েবসাইট, ইমেজ বা ডকুমেন্টে আবারও ফিরে যাওয়া যাবে। আরেকটি নতুন ফিচার হলো “ক্লিক টু ডু (প্রিভিউ)” অর্থাৎ এই ফিচারে উইন্ডোতে থাকা কোনও টেক্সটের ওপরে সিলেক্ট করলে অপশন আসবে। সেখান থেকে যেকোন অপারেশন সিলেক্ট করে দ্রুত সেই কাজটি করা যাবে।
এছাড়া উইন্ডোজ সার্চ, ন্যারেটর, ফোন লিংক, উইজেট, ফাইল এক্সপ্লোরার, সেটিংস, উইন্ডোজ স্টুডিও ইফেক্টস, স্টার্ট, টাস্কবার, ডেস্কটপ আইকন, ডিসপ্লে-সহ আরও কিছু ক্ষেত্রে নতুন ফিচার এসেছে। পাশাপাশি ব্লু স্ক্রিন এরর, ডিএইচসিপি ক্লায়েন্ট, ফাইল সিস্টেম, ইমেজিং, উইন্ডোজ হ্যালো, উইন্ডোজ সেটআপ এবং উইন্ডোজ আপডেটের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে।
এই আপডেটটি আপনা আপনি ইনস্টল নাও হতে পারে। সেক্ষেত্রে সেটিংস থেকে উইন্ডোজ আপডেটে গিয়ে ম্যানুয়ালি আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমএএইচ














