মঙ্গলবার; ১৬ ডিসেম্বর ২০২৫; ১ পৌষ ১৪৩২

ডিজিটাল ব্যাংকিংয়ের অনুমতি পেলো বাংলালিংক ছবি- সংগৃহীত

ডিজিটাল ব্যাংকিংয়ের অনুমতি পেলো বাংলালিংক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:৪১, ১১ ডিসেম্বর ২০২৫

বাংলালিংক ডিজিটাল লেনদেন সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে। এর আগে মোবাইল অপারেটর রবি একই ধরনের অনুমোদন পেয়েছিল। এ নিয়ে দুই অপারেটরই দেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারপিএসপি হিসেবে কার্যক্রম শুরুর সুযোগ পেলো।

এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানায়, ডিজিটাল লেনদেন ব্যবহারের সুযোগ সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা প্রয়োজনীয় আর্থিক ও ডিজিটাল সেবা মানুষের হাতের নাগালে আনতে কাজ করছে।

কোম্পানিটির মূল মালিকানা প্রতিষ্ঠান ভিওন এই অনুমোদনকে দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং নগদবিহীন অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। ভিওনের আন্তর্জাতিক ফিনটেক সক্ষমতা বাংলালিংকের উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এসব সেবা চালু হলে গ্রাহকেরা মোবাইল ফোনের মাধ্যমেই তাৎক্ষণিক অর্থ স্থানান্তর, প্রবাসী আয় গ্রহণ, বিদ্যুৎ ও সরকারি বিল পরিশোধ, অনলাইন ক্রয়বিক্রয়, দোকানদারকে অর্থ প্রদান, বেতনভাতা বিতরণ, সঞ্চয় ও বিমা কিস্তি পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক লেনদেন করতে পারবেন।

বাংলালিংক বলছে, ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনা তাদের অন্যতম লক্ষ্য। শক্তিশালী নিরাপত্তা কাঠামোর মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করা হবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, বাংলালিংকের বিস্তৃত সেবাপ্রাপ্তি আর ভিওনের আন্তর্জাতিক সক্ষমতা মিলিয়ে আমরা দেশের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক একটি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলছি। সহজ, নিরাপদ এবং সবার জন্য উন্মুক্ত আর্থিক সেবা মানুষের নাগালের মধ্যেই থাকা উচিত।

এমএএইচ

শেয়ার করুনঃ