যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন পেপ্যালের
Published : ১১:০০, ১৭ ডিসেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে অনলাইনভিত্তিক অর্থ লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পেপ্যাল। দেশটিতে আর্থিক খাতে নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে শিথিল থাকায় এই সুযোগ কাজে লাগাতে চাইছে প্রতিষ্ঠানটি। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।
পেপ্যাল জানিয়েছে, তারা উটাহ ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)-এর কাছে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছে। ব্যাংক হিসেবে লাইসেন্স পেলে ছোট ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধা আরও সহজ ও সম্প্রসারিত করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রিস বলেন, ছোট ব্যবসায়ীদের জন্য পুঁজির সংস্থান এখনো বড় একটি চ্যালেঞ্জ। ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করতে পারলে পেপ্যালের ব্যবসা আরও শক্তিশালী হবে এবং এতে যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
ট্রাম্প প্রশাসনের আর্থিক খাতে তুলনামূলক উদার নীতির সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক ফিনটেক, ক্রিপ্টো কোম্পানি ও অনলাইনভিত্তিক নিওব্যাংক ব্যাংকিং খাতে প্রবেশের চেষ্টা করছে। চলতি বছর ব্রাজিলভিত্তিক ডিজিটাল ব্যাংক নুব্যাংক এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনবেসও ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে।
১৯৯৮ সালে ইলন মাস্ক ও পিটার থিয়েলের উদ্যোগে পেপ্যাল প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ৪ লাখ ২০ হাজারের বেশি গ্রাহককে ৩০ বিলিয়ন ডলারের বেশি ঋণ ও পুঁজি সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পেলে তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমবে বলে জানিয়েছে পেপ্যাল। পাশাপাশি গ্রাহকদের আমানতের বিপরীতে এফডিআইসি বিমা সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হবে।
এর আগে ইউরোপের দেশ লুক্সেমবার্গে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে পেপ্যাল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, টয়োটার ফিন্যান্সিং ব্যবসার সাবেক প্রধান নির্বাহী মারা ম্যাকনিলকে নতুন ব্যাংকিং কার্যক্রমের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এমএএইচ

















