মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

চ্যাট জিপিটির কোন মডেল কখন ব্যবহার করবেন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চ্যাট জিপিটির কোন মডেল কখন ব্যবহার করবেন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৪৭, ৫ মে ২০২৫

ওপেন এআই-এর মডেলের নামগুলো বেশ বিভ্রান্তিকর। আর এই সমস্যার সমাধানে প্রতিষ্ঠানটি একটি সমাধান বের করেছে যাতে ব্যবহারকারীরা সহজে বুঝে নিতে পারে কোন মডেলটি তাকে ব্যবহার করতে হবে। সম্প্রতি ওপেন এআই চ্যাটজিপিটি এন্টারপ্রাইজ - মডেলস অ্যান্ড লিমিটস নামে একটি আর্টিকেল প্রকাশ করেছে। এখানে সবগুলো মডেল সম্পর্কে আলোচনা করা আছে এবং নির্দেশনা দেওয়া আছে কোন মডেলটি কখন ব্যবহার করতে হবে এন্টারপ্রাইজ এবং রেগুলার উভয় ব্যবহারকারীর জন্য।

বর্তমানে চ্যাটজিপিটির মোট পাঁচটা মডেল আছে।  মডেলগুলো হলো, জিপিটি-৪ও, ও৩, ও৪-মিনি, ও৪-মিনি-হাই এবং জিপিটি-.৫। জিপিটি ৪ও এবং .

প্রতিষ্ঠানটির দেওয়া নির্দেশনা অনুযায়ী জিপিটি ৪ও  -কে বলা হয় অমনি মডেল। এটাতে রিয়েল টাইম তথ্য আছে। এটা ব্যবহার করে কোনও কনটেন্টকে সাজানোব্রেইনস্টর্মিং আইডিয়া অথবা -মেইলের কাজে ব্যবহার করা যাবে। যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ এবং বহুমুখী মডেল।  এটা দিয়ে যেকোনও ফিচার যেমন ইমেজ জেনারেশন, ক্যানভাস, অ্যাডভান্স অডিও এবং ডাটা অ্যানালাইসিসের  কাজও করানো যাবে।

অপরদিকে জিপিটি . -কে বলা হয় ক্রিয়েটিভ পাওয়ার হাউজ। এটাকে ব্যবহার করে আর ভালোমানের ইমোশনাল ইন্টেলিজেন্সকমিউনিকেশন এবং ক্রিয়েটিভ ব্রেইনস্টর্মিং -এর কাজ করানো যাবে।

ও৪-মিনি, ও৪-মিনি-হাই এবং ও৩

বাকি তিনটা মডেলের মধ্যে  ও৪-মিনি টেকনিক্যাল টাস্ক -এর জন্য সেরা। যেমন, কুইক স্টেম-সম্পর্কিত কোয়েরি, প্রোগ্রামিং এবং ভিজুয়্যাল রিজনিং ইত্যাদি।

পাশাপাশি ও৪-মিনি-হাই মডেল দিয়ে অ্যাডভান্স কোডিং, ম্যাথসায়েন্টিফিক এক্সপ্লানেশন এবং হায়ার অ্যাকুরেসির কাজে ব্যবহার করা যাবে।

ও৩মডেল ব্যবহার করে কমপ্লেক্স অথবা মাল্টি স্টেপ টাস্ক -এর কাজে ব্যবহার করা যাবে। যেমন- স্ট্রাটেজিক প্ল্যানিং, ডিটেইল্ড অ্যানালাইসিসএক্সপেন্সিভ কোডিং, অ্যাডভান্সড ম্যাথ, সায়েন্সকোডিং  এবং ভিজুয়াল রিজনিং ইত্যাদি।  তবে এই মডেলগুলো ব্যবহার করার জন্য ২০ ডলার খরচ করে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইব করতে হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ